বর্ষা- হুমায়ুন আহমেদ (নয়ন)
বর্ষা মুখাের এই মায়াবী দিনে নিজেকে লাগে কবি
হাসি আমি সদা ভেবে একথা মনের আবেগ সবই
আবেগের ঘরে করে গুণগান ছন্দে করি নিজেকে স্নান
ঝিরিঝিরি বর্ষার বাদল দিনে আমি যে ভাসি ডুবি
মধুর ক্ষণে মায়াবী লগ্নে মনে আসে যে কতাে ছন্দ
বলি আমি মাের বিরহী বক্ষে জমা আছে কত দ্বন্দ্ব
মরি মরি হায় ঘুম নাহি পায় প্রেমও ময় এ ক্ষণে।
দেখােনা চেয়ে কতাে প্রেমও সুখ জমেছে হৃদয় কোনে
বলি সদা রােজ করিয়াছ ভােজ আবেগের পাক ঘরে
মনে প্রেমও টান, করে যােগীনির গান বর্ষা দেখাে পরে
মনে পরে তারে আছে যে অদূরে হবে মাের প্রেম পাখি
পাঁজরের হাড় দিয়া যারে রব, করেছেন মাের সাথী।
0 Comments