মামা বাড়ী

মামা বাড়ী
                        ----- জসীম উদ্দিন

আয় ছেলরা আয় মেয়রা;     
ফুল কুড়িতে যায়। 
ফুলের মালা গলায় দিয়ে; 
মামা বাড়ী য়াই।
মামার বাড়ী পদ্মপুকুর 
গলায় গলায় জল,
এ-পার হতে ও-পার গিয়ে 
নাচে ডেউয়ের দল।
দিনে সেথায় ঘুমিয়ে থাকে ,
লাল শালুকের ফুল।
রাত্রের বেলায় চাদের সাথে, 
হেসে না পায় কুল। 
আম কাঠালে বনের ধারে 
মামার বাড়ীর ঘর,
আকাশ হতে জোছনা কুসুম 
ঝরে মাথার পর ।
রাত্রের বেলায় জোনাক জলে 
বাস বাগানের ছায়।
শিমুল গাছের শাকায় বসে 
ভোরের পাখি গায়;
ঝড়ের দিনে মামার বাড়ী, 
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি 
রঙ্গিন করি মুখ। 
কাধি ভরা খেজুর গাছে
পাকা খেজুর দোলে, 
আয় ছেলেরা আয় মেয়েরা 
মামার দেশে চলে।


শিশুকাব্য

Post a Comment

0 Comments