অমর স্বাধীনতা
- হুমায়ুন আহমেদ (নয়ন)
স্বাধীনতা মানে
১৯শ বায়ান্নর ভাষা আন্দোলন
স্বাধীনতা মানে।
রফিক,জব্বারের বুক থেকে রক্ত ক্ষরণ
স্বাধীনতা মানে
ছেলে হারা মায়ের বুক চেরা কান্নার বান
স্বাধীনতা মানে
আব্দুল গফফারের অমর একুশে গান।
স্বাধীনতা মানে
২৫শে মার্চের সেই কালাে রাত
স্বাধীনতা মানে
নিরীহ বাঙ্গালীর মৃত্যুর আর্তনাদ
স্বাধীনতা মানে
বীর শহিদের জীবন বাজির গল্প
স্বাধীনতা মানে।
বাঙ্গালির জীবনে বিধ্বংসী এক কল্প
স্বাধীনতা মানে।
কাজি নজরুলের লৌহ কপাট ভাঙ
স্বাধীনতা মানে।
শেখ মুজিবের জয় বাংলা স্লো গান।
0 Comments