তুলসী পাতার গুনা গুন

তুলসী পাতার গুনা গুন 

আয়ুবের্দিক মতে তুলসী পাতা বিভিন্ন ব্যাধি ভালো করে।

১. তুলসী পাতা ও এলাচ দিয়ে পানি  ফুটিয়ে পান করলে নিমিষেই জ্বর চলে যায়।


২. মানুষের দেহে যেকোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে তুলসীর পাতার জুরি হিয় না । এতে রয়েছে জীবাণুনাশক ও সংক্রমণ শক্তিনাশক উপাদান।


৩. ঠাণ্ডা-সর্দিতে তুলসী পাতার সঙ্গে মধু ও দারুণ কাজ করে।


৪. খালি পেটে তুলসীর পাতা খেলে কিডনির ভালো থাকে । বহুকাল ধরে কিডনির পাথর দূরীকরণে এ চিকিৎসা নেওয়া হয়।


৫. তুলসীর পাতায় তৈরি হালকা গরম জুস পাকস্থলীর প্রদাহ নিরাময় করে।


৬. মুখের দুর্গন্ধ, দাঁতের ক্ষয়সহ  দন্ত চিকিৎসায় তুলসী অতুলনীয়। 


৭.  প্রাচীনকাল থেকে রাতকানা রোগ সারাতেতুলসীর ব্যবহার প্রচলিত।


৮.  বিশেষজ্ঞেদের দাবি, ক্যান্সারের বিরুদ্ধেও তুলসী ভালো ফল দিতে পারে।দেহ থেকে বিষাক্ত উপাদান দূর করে তুলসী পাতা।

৯) মধু এবং লেবুর রস মিশিয়ে উপভোগ করুন তুলসীর চা আনেক উপকার পাবেন।


১০) মশার অত্যাচার থেকে বাঁচতেঃ
ব্রিটিশরা  মশার অত্যাচার থেকে বাঁচতে তুলসীর শরণাপন্ন হয়। তারা বাংলোর চারদিকে তুলসী ও নিমের গাছ লাগিয়ে নিল। 

Post a Comment

0 Comments